Howdy,
আজকে আপনাদের সামনে হাজির হলাম কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্ট করবেন।
Bluetooth কি?
Bluetooth হচ্ছে ওয়ারল্যাসের মাধ্যমে কম দূরুত্বে ডাটা /ফাইল transfer প্রোটোকল। যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল আদান প্রধান করে ।
আপনাদের প্রশ্ন
কালি লিনাক্সে Bluetooth কিভাবে কানেক্টেড করতে হয় সেটা নিয়ে পোস্ট করার কি আছে?
প্রথমে বলতে চাই আমরা নরমালি windows, android এবং Os ব্যবহার করে থাকে। আর এই অপারেটিং সিস্টেমে অটো Bluetooth এনাবল থাকে সার্ভিস active থাকে যার কারণে আমরা শুধু অফ অনের মাধ্যমে ব্যবহার করতে পারি।
কিন্তু কালি লিনাক্স তাদের থেকে আলাদা এখানে আপনার সব কিছু ইনস্টল করে তারপর ব্যবহার করতে পারবেন তার আগে না। তো চলুন দেখে আশা যাক কিভাবে সব কিছু active করতে হয়।
প্রথমে আমরা কালি terminal এ চলে যাবো এবং যদি আপডেট এবং আপগ্রেড না থাকে, তাহলে আপডেট এবং আপগ্রেড করে নিবেন। ।
এখন আমরা Bluetooth এর টুলসটি ইনস্টল দিবো
sudo apt install Bluez*
এখন আমরা blueman প্যাকেজটি ইনস্টল দিবো।
sudo apt install blueman
এখন আমরা Bluetooth service কে এনাবল করবো।
sudo systemctl enable Bluetooth.service
আবার আমরা service কে start করবো।
sudo systemctl start Bluetooth.service
এখন আমরা আমাদের পিসি বা ল্যাপটপের সাথে যে Bluetooth adapter ব্যবহার করছি সেটা একবার খুলে আবার লাগাবো । লাগানোর সাথে সাথে উপরে দেখবেন Bluetooth আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন । তাহলে Bluetooth Device কানেক্টেড করার অপশন পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন আমার device শো করছে Device এর উপর একটা ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবে।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
YouTube
The post কালি লিনাক্সে কিভাবে Bluetooth কানেক্টেড করবেন দেখে নিন । না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0ctGyIR
via Lover24BD
0 Comments